Top
সর্বশেষ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনাচালকের মৃত্যু

২২ জুন, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে বাসের ধাক্কায় লেগুনাচালকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান স্থানীয়দের বরাতে জানান, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাকে ধাক্কা দেয়। তখন লেগুনার সামনে থাকা অপর একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানায়, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এসকে

শেয়ার