Top
সর্বশেষ

শ্রীপুরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২৩ জুন, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
শ্রীপুরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ জুন) শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনীতি শুধু মেধা দিয়ে হয় না, রাজনীতিতে অভিজ্ঞতাও প্রয়োজন। ধৈর্য্যর সাথে সিনিয়রদের মূল্যায়ন করে আগামী দিনে দলের শক্তিশালী কমিটি করে সংগঠনকে আমরা শাক্তিশালী করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মেধা, রাজনৈতিক নেতৃত্ব, জনগনের কাছে তার গ্রহণ যোগ্যতা অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে বেশি থাকা স্বত্তে¡ও তিনি সিনিয়র নেতৃবৃন্দকে সবসময় মূল্যায়ন করতেন। যারা দলে বিভিন্ন পদে আছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপানাদের নিজ উদ্যোগে দায়িত্ববোধ থেকে দলের জন্য কাজ করতে হবে। আমরা যেন দলের পদ ব্যবহার করে কোনো ধরনের অন্যায়, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজিতে সম্পৃক্ত না হই। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দলের প্রয়াত নেতাদের স্বরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেনের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, আওয়ামীলীগ নেতা আমীর হামজা, রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, জিএস শেখ নজরুল ইসলাম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সফিকুল ইসলাম মোড়ল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দীনসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এসকে

শেয়ার