Top
সর্বশেষ

ডেমোক্র্যাটদের আনুষ্ঠানিক মনোনয়নে বাইডেনের সম্মতি

২১ আগস্ট, ২০২০ ২:১১ অপরাহ্ণ
ডেমোক্র্যাটদের আনুষ্ঠানিক মনোনয়নে বাইডেনের সম্মতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পাওয়া মনোনয়নে সম্মতি দিলেন বারাক ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে তিনি রিপাবলিকানদলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাইডেন বলেছেন, ‘আমি অত্যন্ত সম্মান ও বিনয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য এই মনোনয়নটি গ্রহণ করেছি।’ নির্বাচিত হলে সকল আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে তিনি এ সময় বলেন, ‘আমি একজন গর্বিত ডেমোক্র্যাট।’

ছোট একটি ভিডিওর মাধ্যমে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের জীবন, পেশা ছাড়া একজন বাবা, স্বামী এবং রাজনৈতিক নেতা হিসেবে তার ভূমিকার পরিচয় তুলে ধরা হয়। এর আগে দলের ভার্চ্যুয়াল জাতীয় সম্মেলেন রোল কলের মাধ্যমে ডেলিগেটরা প্রাইমারিতে জয়ী হয়ে আসা বাইডেনকে মনোনয়নের পক্ষে ভোট দেন।

বাইডেনের সম্মতির আগে তার ছেলে হান্টার বাইডেন এবং মেয়ে অ্যাশলে বাইডেন বাবার যোগ্যতা নিয়ে বলেন, ‘আমাদের বাবা কেমন প্রেসিডেন্ট হবে আমরা আপনাদের তা বলতে চাই। তিনি হবেন কঠোর কিন্তু সৎ। স্নেহবৎসল এবং নীতিতে অটুট। আপনার যখনই তাকে প্রয়োজন হবে আপনার কথা তিনি শুনবেন।’

বাবার প্রশংসা করে জো বাইডেনের পুত্র-কন্যা আরও বলেন, ‘আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে কিংবা আপনার শুনতে চাইবেন না কিন্তু তিনি আপনাকে সত্যটাই বলবেন। তিনি কখনোই আপনাকে হতাশ করবেন না। তিনি একজন আদর্শ বাবা এবং আমরা মনে করি তিনি অবশ্যই একজন আদর্শ প্রেসিডেন্ট হবেন।’

এর আগে দলের ডেলিগেটদের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর জো বাইডেন সংক্ষিপ্ত উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানান। এ সময় স্ত্রী জিল বাইডেনসহ নাতি-নাতনিদের জো বাইডেনের সঙ্গে দেখা যায়। এর মধ্য দিয়ে এখন বাইডেন আনুষ্ঠানিকভাবে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়বেন।

শেয়ার