Top
সর্বশেষ

ইলিশের বাড়ি চাঁদপুরে সরবরাহ বেড়েছে ইলিশের

২৪ জুন, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
ইলিশের বাড়ি চাঁদপুরে সরবরাহ বেড়েছে ইলিশের
চাঁদপুর প্রতিনিধি :

ইলিশের বাড়ি হিসেবে খ্যাত চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ইলিশ বিকিনির বাজার রেলওয়ে বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় বেশ ব্যস্ত সময় পার করছে ক্রেতা-বিক্রেতা, শ্রমিক ও এরসাথে সংশ্লিষ্ট লোকজন। মূলত ইলিশের ভরা মৌসুম ধরা হয়ে থাকে জুলাই মাস। এই মাসে নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টি হলে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়বে রুপালী ইলিশ। যদিও জেলেরা বলেছেন ইলিশ আহরণ শুরু থেকে আশানুরূপ ইলিশের দেখা পায়নি জেলেরা।

অপরদিকে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহে কিছুটা প্রাণ ফিরেছে বড়স্টেশন মাছঘাটে। সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত মৎস্য আড়ত।

(২৪ জুন) দুপুরে মাছঘাট ঘুরে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশ শ্রমিকরা ঝুপড়ি করে আড়তের সামনে স্তুপ করছে। পরে সেই ইলিশ ডাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকালে ভোলার চরফ্যাশন থেকে তোফায়েল মাঝিসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ২০০ মণ ইলিশ বিক্রির জন্য মাছঘাটে আসেন।

মেসার্স এসএম মামুন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হাজী মালেক খন্দকার বলেন, আড়তে ইলিশগুলো দক্ষিণাঞ্চল থেকে এসেছে। এখানকার খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের মাঝেই এসব ইলিশ বিক্রি হবে। ঈদের এই সময়টাতে যা সরবরাহ হবে, তা স্থানীয়দের চাহিদা মিটাবে।

এখানকার আরেক ব্যবসায়ী সোহাগ গাজী জানান, এক কেজি ওজনের প্রতি কেজি ১৭শ-১৮শ টাকা। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১৪শ থেকে ১৫শ টাকা। এছাড়া ছোট আকারের ইলিশ এক হাজার থেকে ১২শ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, পুরো দমে বর্ষা মৌসুম শুরু হলে ইলিশের সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমরা এ বছর জাটকা সংরক্ষণের কাজটি সফলভাবে করতে পেরেছি,আসা করছি এর সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে।

এসকে

শেয়ার