Top
সর্বশেষ

পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে দুইভাইসহ নিহত ৩

২৪ জুন, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে দুইভাইসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে করতে নেমে আপন দুই ভাইসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো, নতুন গোহাইলবাড়ি গ্রামের আলাল প্রামাণিকের দুই ছেলে, ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে নূর হোসেন (১০)।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় তিন শিশু। নদীর কিনারে বালুর স্তুপের ওপর দাঁড়ানোর সাথে সাথে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় তারা। এ সময় কয়েকজন লোক দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা একজনকে জীবিত উদ্ধার করে। অপর তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই এলাকার তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসকে

শেয়ার