Top
সর্বশেষ

নির্বাচনে সবার মতামত দেয়ার সুযোগ থাকা উচিত: পিটার হাস

২৬ জুন, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ
নির্বাচনে সবার মতামত দেয়ার সুযোগ থাকা উচিত: পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নির্বাচনে সবার মতামত দেয়ার সুযোগ থাকা উচিত। যাতে গণতন্ত্র আরও সমুন্নত হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি এই গণতন্ত্র। যার জন্যে উভয় দেশেই মানুষ প্রাণ দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, সমালোচনাকে গ্রহণ করতে হবে যেন বর্তমানের ভুল শুধরে নিয়ে আগামীকে সাজানো যায়। সমালোচকরা বিদ্যমান অবস্থাকে চ্যালেঞ্জ করেন, আমাদের দুর্বলতা দেখিয়ে দেন। আর পরিবর্তনের জন্য লড়াই করেন। কেউ ভিন্নমত পোষণ করা মানেই রাষ্ট্রের প্রতি তার আনুগত্য নেই তা কিন্তু নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাসুদ বলেন, সময়ের প্রয়োজনে যুক্তরাষ্ট্র সবসময় তাদের সহযোগিতা বাংলাদেশের জন্য অব্যাহত রেখেছে। দুই দেশের মানুষের কল্যাণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসাথে কাজ করা দরকার।

আওয়ামী লীগ বিএনপিসহ এই আয়োজনে যোগ দেন বিভিন্ন মিশনের কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

এম জি

শেয়ার