Top
সর্বশেষ

শাহরাস্তিতে কৃষকের মাঝে বিনামূল্য নারিকেল চারা বিতরণ

২৭ জুন, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
শাহরাস্তিতে কৃষকের মাঝে বিনামূল্য নারিকেল চারা বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৩-২৪ অর্থবছরের খরিফ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির জন্য ৪৫০ জন ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার এবং ৩৫০ জন কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজিগঞ্জ আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধো রফিকুল ইসলাম, বীর উত্তম এমপি।

(২৬ জুন) বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রণোদনা উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জোবায়েদ কবির বাহাদুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস,উপ- সহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানায় প্রতি জন কৃষককে বীজ ৫ কেজি , ডিএপি সার-১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে ও ৩শ ৫০জন কৃষককে ৫টি নারিকেল চারা করে বিতরণ করেন।

এসকে

শেয়ার