শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় পুকুরে বিষ দিয়ে সাকিব আল হাসান সাকিব নামে এক উদ্যোক্তার প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বিষ প্রয়োগের ফলে বুধবার(২৬ জুন) দুপুরে পুকুরে হাজার হাজার মরা মাছ ভেসে উঠে।মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সগুনা গ্রামে ওই বিষ প্রয়োগ করা হয়।
ভুক্তভোগী সাকিব আল হাসান বলেন, আমি ৮৫ শতাংশ জমিতে রুই, কাতল, মৃগেল, কালবাউশসহ আট জাতের কার্প মাছের প্রজেক্ট করেছি। কে বা কারা মঙ্গলবার দিবাগত রাতে আমার ৪০ শতাংশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের সব মাছ মরে গেছে। বুধবার সকালে আমার কাজ থাকায় পুকুরের দিকে যাইনি। দুপুরে প্রজেক্টে মাছের খাবার দিতে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠেছে।
তিনি আরও বলেন, পুকুরের কোনো মাছ জীবিত নেই, সবগুলো মাছ মরে ভেসে আছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
সগুনা গ্রামের বাসিন্দা ইউনুস আলী বলেন, যারা সাকিবের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে, তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। তার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু বিষ দিয়ে মাছ মেরে ফেলে এটা চরম অন্যায় হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে