Top

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

২৮ জুন, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই মাস ১০ দিন পর বাংলাদেশি তরুণ মোহাম্মদ ইকবাল হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইকবাল রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের শেখ জাহেদ রোডে আল মারসা স্ট্রিট মেরিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান তিনি। এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন। অবশেষে আজ স্থানীয় সময় সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান।

এএন

শেয়ার