ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এতে ১০ থেকে ১৫ জনের মতো গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম- পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কালুশাহ মাজার গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র ঘোষ বলেন, ‘ শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইনের একটি বাস কালুশাহ মাজার এলাকায় রাস্তা থেকে খাদে পড়ে যায়। তবে এতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা আমরা পাইনি। ১০ থেকে ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছি ‘
তিনি বলেন, ‘এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। সবাইকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও কাজ করছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরিয়ে এখন আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’
এসকে