ফেনীতে এইচএসসি পরীক্ষা শুরুর দিন রোববার (৩০ জুন) ১শ ৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ২৫টি কেন্দ্রে অনুষ্ঠিত ১১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। অথচ, পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৩শ ০১ জন।এর মধ্যে কুমিল্লা বোর্ডের অধীনস্থ এইচএসসির ১শ ৩২ জন,মাদ্রাসা বোর্ডের অধীনস্থ আলিমের ৫১ জন ও ভোকেশনালের ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তারমধ্যে এইচএসসিতে ১ম দিনের বাংলা পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৯হাজার ৩শ ৯৬ জনের মাঝে পরীক্ষায় অংশ নেয় ৯হাজার ২শ ৬৪। আলিমের কুরআন মজিদ পরীক্ষায় জেলার ৭টি কেন্দ্রে ১হাজার ৭শ ৩৯ জনের মাঝে অংশ নেয় ১হাজার ৬শ ৮৮ জন। এছাড়াও ভোকেশনালে ৩টি কেন্দ্রে বাংলা–২ এর পরীক্ষায় ৩৫১ জন পরীক্ষার্থীর মাঝে ৩শ ৪৯ জন অংশ নেয়।
ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিফাত বিনতে আরা এসব তথ্য নিশ্চিত করে বলেন, কোন প্রকারের সমস্যা ছাড়াই জেলার ২৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু করা হয়েছে। ১ম দিনের পরীক্ষায় ১শত ৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসকে