Top
সর্বশেষ

কর্মসংস্থান ব্যাংকের ৩৪২তম বোর্ড সভা অনুষ্ঠিত

৩০ জুন, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
কর্মসংস্থান ব্যাংকের ৩৪২তম বোর্ড সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের ৩৪২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো: সায়েদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম পুরস্কারের সম্মাননা স্মারক ট্রফি ও সার্টিফিকেট পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এর হাতে তুলে দেন।

এসময়ে পরিচালনা বোর্ডের সম্মানীয় সকল পরিচালক উপস্থিত ছিলেন। উল্লেখ্য এপিএ বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে ২০২২-২০২৩ অর্থবছরে ৯৯.১৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।

এছাড়া ২০২১-২০২২ অর্থবছরেও রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে কর্মসংস্থান ব্যাংক প্রথম হয়েছিল। পরিচালনা বোর্ডের সম্মানীয় চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ ব্যাংকের এ সম্মাননাকে অনন্য অর্জন উল্লেখ করেন এবং এর ধারাবাহিকতা ধরে রাখতে সকলের প্রতি আহবান জানান।

বিএইচ

শেয়ার