Top
সর্বশেষ

নিয়ালকো অ্যালোয়স ও গার্ডিয়ানা ওয়্যারসের আইপিও আবেদন বাতিল

২১ আগস্ট, ২০২০ ২:২৪ অপরাহ্ণ
নিয়ালকো অ্যালোয়স ও গার্ডিয়ানা ওয়্যারসের আইপিও আবেদন বাতিল

পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা নিয়ালকো অ্যালোয়স লিমিটেড ও গার্ডিয়ানা ওয়্যারস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারনে বৃহস্পতিবার এ বিষয়ে কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে চিঠি দিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গার্ডিয়ানা ওয়্যারস কোম্পানিটি শতভাগ রফতানিমুখী পোশাক প্রস্তুতকারক। তারা আইপিওর মাধ্যমে অভিহিত মূল্যে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

শেয়ার