Top
সর্বশেষ

১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ১ হাজার ৩৬৬ টাকা

০২ জুলাই, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
১২ কেজি এলপি গ্যাসের দাম বেড়ে ১ হাজার ৩৬৬ টাকা

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা থেকে এ দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে এক মাসের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। এই ১২ কেজি এলপিজির দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

গত ৩ জুন ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়। আর মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এম জি

শেয়ার