কুষ্টিয়ার মিরপুরে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা এবং বেশি দামে বিক্রির অপরাধে উজ্জ্বল মিষ্টান্ন ভাণ্ডার নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিংয়ে এ তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
এসময় সুচন্দন মন্ডল বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মিরপুর উপজেলায় বিউটি সুপার মার্কেটে উজ্জ্বল মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখতে পাওয়া যায়, সেখানে পোড়া তেল দিয়ে সিংগাড়া এবং জিলাপি ভাজা হচ্ছে, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে এবং মিষ্টির মাঝে বিভিন্ন ধরনের পোকা দেখতে পেয়েছি।
তিনি বলেন, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা এবং বেশি দামে বিক্রির অপরাধে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে মিরপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জনাব সেলিনা আখতার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এএন