Top

থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেফতার

০৩ জুলাই, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি মো. আরজু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ভোর ৫ টার দিকে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার সকালে ধরখার ফাঁড়ি পুলিশ চার কেজি গাঁজাসহ আরজু মিয়াকে গ্রেফতার করে। সকাল সাড়ে ১১টার দিকে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। দুপুরের দিকে তিনি থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। এ ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। পালিয়ে যাওয়া আরজু মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম জানান, থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়া কে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসকে

শেয়ার