Top

সুলাল কবিরাজ হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

০৩ জুলাই, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
সুলাল কবিরাজ হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে সুলাল চৌধুরী নামে এক গ্রাম্য কবিরাজ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক আসামির যাবজ্জীবন ও আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন ও মো. এরশাদ। আসামি সুদীপ চৌধুরী ওরফে সঞ্জীব চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আদালতে উপস্থিত ছিলেন ও বাকি তিনজন পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার আরেক আসামি মো. ইলিয়াসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পিপি অ্যাডভোকেট অঞ্জন বিশ্বাস বলেন, রাউজানের চিকদাইর এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে আসামিরা ভিকটিম সুলাল চৌধুরীকে কুপিয়ে হত্যা করে। ওই মামলায় ১৫ জনের সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে চারজনকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন দেন আদালত। একই মামলায় আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ জুন রাউজানের চিকদাইর এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বিরোদের জের ধরে আসামিরা ভিকটিম সুলাল চৌধুরীকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। ওই ঘটনায় ভিক্টিমের ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন।

এম জি

শেয়ার