Top
সর্বশেষ

মাদক মামলায় ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার

০৩ জুলাই, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
মাদক মামলায় ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং (গুপ্টি পশ্চিম) ইউনিয়নের ইউপি সদস্য মো. মাসুদ মিজিকে মাদক মামলায় আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) গভীররাতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নির্দেশে এস আই ইসমাইল, এ এস আই অলিউল্লাহ, জুমায়েত, সাদ্দাম, কাউছার সঙ্গীয় ফোর্সসহ মাসুদ মেম্বারের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তারকৃত মাসুদ মিজি গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ আগস্টে ৫০ পিস ইয়াবাসহ মাসুদ মিজিকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর মাদক মামলায় দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এই মামলায় আদালতে সঠিক সময়ে হাজিরা না দেওয়ায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো জানা যায়, ইউপি সদস্য মাসুদ মিজির বিরুদ্ধে ১০/১২টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ওসি সাইদুল ইসলাম জানান, ইউপি সদস্য মাসুদকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এসকে

শেয়ার