Top

মৌসুমের আগেই চট্টগ্রামে ‘ভয়ংকর’ হচ্ছে ডেঙ্গু!

০৪ জুলাই, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
মৌসুমের আগেই চট্টগ্রামে ‘ভয়ংকর’ হচ্ছে ডেঙ্গু!
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে অনেক ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানান, কোনো ডেঙ্গু রোগী দ্বিতীয় বার আক্রান্ত হলে ঝুঁকির মধ্যে থাকে। গত তিন বছরের মধ্যে গত বছর এই রোগের প্রকোপ চরম আকার ধারণ করে। প্রতি বছর জুন থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মৌসুম শুরু হয়।

পরবর্তী সময়ে সেপ্টেম্বর-অক্টোবরে গিয়ে সেটা মারাত্মক আকার ধারণ করে। এই প্রবণতা বিবেচনায় রেখেই মশা নিধনের জোরালো পদক্ষেপ প্রয়োজন।

চট্টগ্রামে গত বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এ সময় প্রতি মাসে গড়ে ২ হাজার ৬শ জনের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই হিসেবে এ পাঁচ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির জন্য সবচেয়ে ‘ভয়ংকর’ সময়। তাই এ সময়ে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্য বিভাগও শঙ্কায় থাকে। চলতি বছর জুলাই মাসের মাত্র তিনদিন পেরিয়েছে। এরই মধ্যে শনাক্ত হয়েছে ১৪ জন ডেঙ্গু রোগী।

তবে সিটি মেয়র ও চট্টগ্রামের সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে সচেতনতার ওপর জোর দেন। এছাড়া কারো জ্বর হওয়ার এক থেকে চার দিনের মধ্যে ডেঙ্গু শনাক্তে ‘এনএস-১’ এবং এরপর ‘আইজিজি’ বা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসেবে চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কমপক্ষে ৩ থেকে ৫ জন বেড দিয়ে ডেঙ্গু ডেডিকেটেড কর্ণার করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা না দিয়ে কোনো ডেঙ্গু রোগীকে নগরীতে প্রেরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জানুয়ারি মাসে ৬৯ জন, ফেব্রুয়ারি মাসে ২৫ জন, মার্চ মাসে ২৮ জন, এপ্রিল মাসে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুন মাসে ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এছাড়া ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং গত বছর ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়ে শঙ্কা কী সত্যি হতে চলেছে?

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী আরো জানা যায়, চলতি বছর এ পর্যন্ত ২১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে ১০৭ জন মহানগরীর এবং ১০৫ জন উপজেলার বাসিন্দা। এছাড়া শনাক্ত হওয়াদের মধ্যে ১১২ জন পুরুষ, ৫২ জন মহিলা এবং ৪৮ জন শিশু।

উপজেলা পর্যায়ে মঙ্গলবার (২ জুলাই) শনাক্ত হওয়াদের মধ্যে সর্বোচ্চ ২২ জন হচ্ছেন লোহাগাড়ার। এছাড়া সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালীতে ৫ জন, আনোয়ারায় ৪ জন, চন্দনাইশে ৩ জন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ১০ জন, রাঙ্গুনিয়ায় ৯ জন, রাউজানে ৫ জন, হাটহাজারীতে ১১ জন, ফটিকছড়িতে ৫ জন, সীতাকুণ্ডে ৯ জন, মিরসরাইয়ে ৫ জন, সন্দ্বীপে ৫ জন এবং কর্ণফুলী উপজেলায় রয়েছেন ৩ জন।

চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ২ জন মারা গেছেন। দুজনই জানুয়ারিতে মারা যান। এছাড়া গত বছর ১০৭ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গেছেন চট্টগ্রামে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত দুই মাস ধরে আমরা কার্যক্রম পরিচালনা করছি। সচেতনতার জন্য উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ ও মাইকিং করেছি। উপজেলা পর্যায়ে আমাদের লিফলেটগুলো যেন আরো বেশি করে প্রচার করা হয় সেজন্য জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আশেপাশে পরিষ্কার রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো ডেঙ্গু রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা না দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল বা জেনারেল হাসপাতালে যেন না পাঠায় তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ডেডিকেটেড কর্ণার করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কমপক্ষে তিনজন থেকে পাঁচজনকে চিকিৎসা দেওয়া যাবে। স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সরবরাহ করা আছে। সরকারি হাসপাতালে যদিও পর্যাপ্ত স্যালাইন থাকে। গতবারও আমাদের কোনো স্বল্পতা ছিল না। প্রাইভেট প্রতিষ্ঠান ও ফার্মেসিগুলো সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল গতবার।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর জোর দিয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর প্রত্যেক সংস্থা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ ও সবাইকে সম্পৃক্ত করে নাগরিকদের সচেতন করতে পারলে করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ সম্ভব। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে করোনার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২ জুলাই) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

এসময় মেয়র বলেন, আমাদের চারপাশে যে সমস্ত জায়গায় এডিস মশা জন্মায় সেখানে যাতে এডিস মশা জন্মাতে না পারে তার জন্য সকলকে সচেতন হতে হবে। নালা-নর্দমায় এডিস মশা জন্মায় না। পরিষ্কার ও বদ্ধ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই বসা-বাড়ির আশেপাশে ডাব ও নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ছাদ বাগান ও ফ্রিজে জমানো পানি তিন দিনের বেশি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাসা বাড়ি, ছাদ ও আঙ্গিনা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব। তিনি চট্টগ্রাম নগরীকে একটি নিরাপদ বাসযোগ্য ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহী বলেন, ‘গত বছরের চেয়ে আমাদের প্রস্তুতি ভালো। ২০ হাজার লিটার অ্যাডাল্টিসাইড আমরা কিনে রেখেছি। ৩ হাজার লিটার র-লার্ভিসাইড আছে। এক লিটার লার্ভিসাইড ৩ হাজার লিটার ওষুধে মিশিয়ে ব্যবহার সম্ভব। সুতরাং ওষুধের কোনো ঘাটতি এবার হবে না। অ্যাডাল্টিসাইডের সঙ্গে ভেষজ মসকুবার মিশিয়ে মশা নিধনে প্রয়োগ করা হচ্ছে। এতে সুফল মিলছে। জানা গেছে, চসিক ছাড়া দেশের অন্য কোনো সিটি করপোরেশন মসকুবার ব্যবহার করছে না।

এসকে

শেয়ার