Top

মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানদারকে জরিমানা

০৪ জুলাই, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানদারকে জরিমানা
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভ্রাম্যমান আদালতে ৪ দোকানকে জরিমানা করা হয়েছে। ৪ঠা জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার সুজাতপুর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি চাকমা মিত্র।

অভিযান পরিচালনায় শিশু খাবার বিক্রির লাইসেন্স না থাকায় তিন ফার্মিসিকে ৩০ হাজার ও এক মুদি দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুজাতপুর বাজারের বিসমিল্লাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা, জুয়েল ফার্মেসীকে ১০ হাজার, আবু সাঈদ ফার্মেসীকে ১০ হাজার এবং এক মুদি দোকানদারকে ২ হাজার, মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্র বলেন, শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

এসকে

শেয়ার