Top

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হলেন এড. কাজী ফয়সল

০৬ জুলাই, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হলেন এড. কাজী ফয়সল
ফেনী প্রতিনিধি :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর পরিচালক হলেন ফেনীর সন্তান এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল। শনিবার(০৬ জুলাই) পরিচালনা পর্ষদের ৭১তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ পরিচালক হিসেবে তাঁকে মনোনীত করা হয়। কাজী ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য।

দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময় কেন্দ্রীয় যুবলীগের (নানক- আজম কমিটিতে) নেতৃত্বে থাকা কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী ও ফেনী জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজি গোলাম মাইন উদ্-দীনের কণিষ্ঠ পুত্র।

ইতিপূর্বে কাজী ফয়সল আইন বিষয়ক উপ-কমিটি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির অন্যতম নেতা এবং বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

কাজী ফয়সল, দীর্ঘ একযুগ ধরে আইনাঙনের প্রিয়নাম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আইন পেশার পাশাপাশি অংগন প্রপার্টিজ’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

রোটারিয়ান এডভোকেট কাজী ফয়সল রোটারি ক্লাব অব আহসান মঞ্জিলে’র প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল’ কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা, মায়াকানন জামে মসজিদ, আফতাবনগর এল.ব্লক জামে মসজিদ , এইচ ব্লক বায়তুস সালেহ জামে মসজিদের সহ-সভাপতি,ফেনীর উন্নয়নের ২০টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে ফেনীর অতিত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবক্তা তথা লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

কাজী ফয়সল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, তিনি ফেনী সমিতি-ঢাকা, বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি,মাথিয়ারা ওয়েলফেয়ার সোসাইটিসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য।

এছাড়া এক সময় তিনি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমসের নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে।

কাজী ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাংলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচয়িতা।

এসকে

শেয়ার