Top
সর্বশেষ

বেরোবি’র চার কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

০৮ মার্চ, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
বেরোবি’র চার কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
রংপুর প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত বিশেষ প্রকল্পে দূর্নীতির অভিযোগ এনে নির্বাহী প্রকৌশলিকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা লেনদেনের ঘটনায় এক সেকশন অফিসার ও এক কম্পিউটার অপারেটরকে সাময়িক এবং আরেক কর্মচারিকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত বিশেষ প্রকল্পে দূর্নীতির ঘটনা বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দোষি সাবস্ত হওয়ায় তার (উপাচার্য) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। কিন্ত তিনি উল্টো আমাকে বরখাস্ত করলেন। আমি এঘটনায় আইনের দারস্ত হব বলে জানান তিনি।

রোববার ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত ৭৭ তম বিশেষ সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। স্থায়ীভাবে বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে ২০১৭ সালের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের টেন্ডার ডকুমেন্টেস ও অন্যান্য কাগজপত্রে অনিয়মের অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপরদিকে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে চাকরি দেয়ার নামে টাকা লেনদেনের ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বঙ্গবন্ধু হলের কম্পিউটার অপারেটর শেরে জামান সম্রাটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া একই ঘটনায় মাস্টাররোল কর্মচারী গুলশান আহমেদ শাওনকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কর্মকর্তা পদে জাল নিয়োগপত্র দেখিয়ে এক চাকরি প্রার্থীর কাছে ১৩ লাখ টাকা লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বঙ্গবন্ধু হলের কম্পিউটার অপারেটর শেরে জামান সম্রাট এবং মাস্টাররোল কর্মচারী গুলশান আহমেদ শাওনকে দেখা যায় টাকা লেনদেনেরঘটনায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে বরখাস্তের সুপারিশ করে।

শেয়ার