Top
সর্বশেষ

মতলব উত্তরে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

০৭ জুলাই, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
মতলব উত্তরে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর মতলব উত্তরে বিদেশী পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত রমজান সওদাগর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের এর ছেলে।

জানা যায়, শনিবার (৬ জুলাই) গভীর রাতে মতলব উত্তর উপজেলার পার্শ্ববর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রিপন মিয়া সহ স্হানীয়রা রমজান সওদাগরকে আটক করে। পরে মতলব উত্তর থানার পুলিশকে খবর দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই রমিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রমজান সওদাগরকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসত ঘর থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, গ্রেফতারকৃত রমজান সওদাগরের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসকে

শেয়ার