ভোলার সদর উপজেলায় মেঘনা নদীতে ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন।
রোববার (৭ জুলাই) রাতে উপজেলার ইলিশা ইউনিয়নের গাজীপুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা মো. নুরুদ্দিন ও মো. সোহান।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের কোনো এক সময়ে মালবাহী কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে গেছে। এতে ড্রেজারে থাকা চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ড্রেজারটি গাজীপুর চরের মাথায় সারা দিন বালু কাটা শেষ করে গতকাল রাতেই তীরে ফেরার কথা ছিল। কিন্তু বালু কাটার একটি পাইপ নদীতে বালুর নিচে আটকে পড়ে। পাইপটি ওঠানোর চেষ্টা করতে গিয়ে বেশ রাত হয়ে গিয়েছিল। পরে গতকাল রাত ১০টার দিকে জানতে পারেন, ড্রেজারটি ডুবে গেছে। ওই ড্রেজারে চালক, কর্মচারী মিলিয়ে পাঁচজন ছিলেন।
মনিরুল আরও বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।
ভোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক লিটন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পরে নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে খবর নেওয়া হচ্ছে। বরিশালে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ভোলার সদর থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাঠাতে পারিনি।
এম পি