Top
সর্বশেষ

সিরিয়ার প্রেসিডেন্ট স্ত্রীসহ করোনা আক্রান্ত

০৮ মার্চ, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
সিরিয়ার প্রেসিডেন্ট স্ত্রীসহ করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ। সোমবার সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (সিরিয়ান আরব নিউজ এজেন্সি) জানিয়েছে, সিরীয় প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি দুজনের শরীরেই মৃদু উপসর্গ ছিল। পরে তাদের পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

প্রেসিডেন্ট ও তার স্ত্রী শারীরিকভাবে ভালো অবস্থায় রয়েছেন এবং বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থাতেই দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ৫৫ বছর বয়সী আসাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ও তার স্ত্রী আগামী দুই-তিন সপ্তাহ বাড়িতে আইসোলেশনে থাকবেন।

তবে তারা করোনায় আক্রান্ত হওয়ার কোনও ধরনের প্রমাণ গণমাধ্যমের কাছে উপস্থাপন করা হয়নি।

বার্তা সংস্থা সানায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস থেকে সিরিয়াসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা ও সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট আসাদ।

এছাড়া সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সকল নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

শেয়ার