Top

নবীনগরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা

০৮ জুলাই, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
নবীনগরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল‍্যবিবাহ বন্ধকরণ বিষয়ে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

উপস্থিত ছিলেন, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি, সহকারী কমিশনার (ভূমি) আবু মোছা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস প্রমুখ।

প্রধান অতিথি সর্বজনীন পেনশন স্কীমের সুবিধাসমূহ নিয়ে মোটিভেশন বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব‍্যক্তিবর্গ, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার