Top
সর্বশেষ

চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদক কারবারি গ্রেপ্তার

০৮ জুলাই, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মামুন হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।

রবিবার (৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে সে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।

মামুনের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর গ্রামে।

সোমবার (৮ জুলাই) তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুনে মামুনকে গ্রেপ্তার করেন। এ সময় তার সাথে থাকা ব্যাগের মধ্যে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

এসকে

শেয়ার