Top

খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

০৯ জুলাই, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
খুলনা প্রতিনিধি :

খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুলাই) রাতে নগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সং‌শ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত ৯টার দি‌কে খুলনা নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ‌্যা‌রে‌জে এসে বস‌লে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে ধারালো অস্ত্র দি‌য়ে এলোপাতা‌রি কু‌পি‌য়ে ফে‌লে রে‌খে যায়। প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন মিলে আল আমিনকে কুপিয়ে জখম করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

ওসি বলেন, নিহত আল আমিনের নামে থানায় হত্যাসহ দশটি মামলা রয়েছে।

শেয়ার