Top

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

০৯ জুলাই, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সদর উপজেলার কামারজানির তিস্তা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে লিমন মিয়া ( ৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কামারজানি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে বন্ধুদের সাথে গোসল করার সময় এ ঘটনা ঘটে। লিমন শ্রীপুর ইউনিয়নের আলমগীর ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, গতকাল লিমন ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে আজ মঙ্গলবার দুপুরে ফুফাতো ভাইদের সঙ্গে নদীতে গোসল করতে নদীতে নামে। গোসল করার সময় সে পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে। পরে সেখানেই লিমন মারা যায়।

কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, লিমন নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

এএন

শেয়ার