Top
সর্বশেষ
সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার বিচারকাজ শুরু: আসিফ নজরুল ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিডানকিও ‘বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না’ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, নিহত ১ প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন’ নিয়ে যা বললেন প্রেস সচিব প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সংবাদটি সঠিক নয় ভোক্তা অধিকার ও জাতীয় জাদুঘরে নতুন মহাপরিচালক

রূপালী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই

১০ জুলাই, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
রূপালী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই

রূপালী ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে সকল স্কিমের মাসিক কিস্তি আদায়সহ দেশে ও বিদেশে এর যাবতীয় প্রচার-প্রচারণা কার্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগী হিসেবে কাজ করবে রূপালী ব্যাংক পিএলসি।

সম্প্রতি রাজধানীর কাকরাইলে পেনশন কর্তৃপক্ষের কার্যালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান এবং রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. মুর্শীদুল হক খান, যুগ্ম সচিব এ. কে এম আতিকুল হক, সিনিয়র সহকারী সচিব মো. শরীফ উদ্দিন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কাউসার মোস্তাফিজ ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।

এএ

শেয়ার