Top
সর্বশেষ

বেরোবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুই ভাগে বিভক্ত

০৯ মার্চ, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
বেরোবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুই ভাগে বিভক্ত
রংপুর প্রতিনিধি :

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ভিসি পন্থি শিক্ষকদের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান। তিনি জানান, যারা এখন উপাচার্যের বিরোধীতা করছেন, আন্দোলন করছেন তারাই দুই বছর আগে উপাচার্যের খুব কাছের মানুষ ছিলেন। এখন সুবিধা নিতে পারছেন না বলে আন্দোলন করছেন।

তাবিউর রহমান প্রধান আরো জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বঙ্গবন্ধু পরিষদের এক নেতা যে সাংবাদিক সন্মেলন করেছিল সেই নেতার বিয়ের উকিল বাপ ছিলিনে ভিসি স্যার। এমনকি বিশ্ববিদ্যালয়ে তার বউয়ের চাকুরিও দিয়েছিলেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি গাজী মাজহারুল আনোয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ কিছু শিক্ষক উপাচার্যের দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম ঢাকার চেষ্টা করছেন। আগামী ১৪ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন থেকে একটি তদন্ত দল আসার কথা আছে। আমরা তাদের হাতে উপাচার্যের কিছু অনিয়মের নমুনা তুলে দিতে চাই। এই অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সোমবার দুপুরে তার ব্যক্তিগত আব্দুল লতিফ নামের ফেইসবুক প্রোফাইল থেকে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন না পাওয়ায় এই আবেগঘন স্ট্যাটাস দেন।

তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো: আজকে তাবিউর ভাই সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন!! এক সাথে জয়েন করেছিলাম। জাপান থেকে পিএইচডি করেছি, বিশ্বের সেরা সব জার্নালে প্রকাশনা করেছি। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষকতা করবার চেষ্টা করেছি। আমি পেলাম না, ওনারা পেলেন!!! শিক্ষক সমিতির নেতা হিসেবে একবারও মনে হলো না এক বঞ্চিতের কথা। মাননীয় উপাচার্যকে বলেছি, ওনি ফেসবুকে, পত্রিকায় তাঁর প্রশংসা করে কলাম লিখতে বলেন। সর্বশেষ উপাচার্য মহোদয় কর্তৃক আইন লঙ্ঘন করে নিয়োগকৃত রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানকে ও মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে তাঁকে সহযোগিতা করতে বলেন। আমি বিনীতভাবে না করেছি। সেলিম স্যারকেও বলেছি-ওনি বলেছেন তিনি নাকি অথর্ব কিছু করতে পারবেন না বরং তিনি কোর্টটাই বানানো বা কলাম লিখতে পরামর্শ দেন।

আমি কার্যত কোনদিন শিক্ষক রাজনীতি করিনি বা ইচ্ছাও ছিলোনা। জ্ঞাতভাবে একাডেমিক কোন অন্যায় করিনি। আমার বাবাও একজন শিক্ষক। আমার পারিবারিক বা নৈতিক শিক্ষা আমাকে এই গোলামী করতে বাঁধা দিয়েছে। শুনি এখান থেকে তালিকা যায় কাকে প্রমোশন দেওয়া হবে আর কাকে বঞ্ছিত করা হবে। এই জুলুম, এই অবিচার একদিন আল্লাহ‌ বুঝিয়ে নিবেন।

ভিসি ডঃ কলিমুল্লাহ স্যার আপনারা মনে রাখবেন আমাকে যে বঞ্ছিত করলেন, জুলুম করলেন আমি আগে মরলে আখিরাতে আর আপনারা আগে মরলে আপনাদের জানাজায় গিয়ে শত মানুষের সামনে এর হিস্যা চাইবো। আল্লাহ‌ আপনাদের অনুধাবনের সুযোগ দিন। আল্লাহ‌ সর্বোচ্চ ন্যায় বিচারক!!

উক্ত স্ট্যাটাসের বিষয়ে তিনি সাংবাদিকদেও জানান, আমি বারবার আমার প্রোমোশনের জন্য বর্তমান অবৈধ বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ এবং ভিসিকে বারবার ফর্মালি একাডেমিক মিটিং করার এবং আমার প্রমোশন নিয়ে বললেও তারা কোনোভাবেই আমার কথা শোনেননি। পরিস্থিতি এমন ছিলো যে, আমাকে আবেদনই করতে দেননি।

এই স্ট্যাটাস নিয়ে বলেন, অনেক অভিমান নিয়েই স্ট্যাটাসটি দিয়েছি। আমার মত আরও অনেক যোগ্য শিক্ষকরাও পদোন্নতি পাননি। অনেকেই তৈলবৃত্তি করে প্রমোশন পেয়েছেন।

শেয়ার