Top

বন্যার পানিতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

১২ জুলাই, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
বন্যার পানিতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে সুমন (১৩) ও সুফল (১৩) নামে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুমন ডোবারচর বাইনপাড়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে ও সুফল একই গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে। তারা উভয়েই স্থানীয় ডোবারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তা মোড়ের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন তারা।

পরে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল না থাকায় জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে জামালপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা জাল ফেলে দুই কিশোরের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পানিতে ডুবে মারা যাওয়া দুই কিশোরের লাশ তাদের নিজ বাড়িতে আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএন

শেয়ার