Top

গ্যারেজের নাইটগার্ডকে হত্যা করে ইজিবাইক চুরি

১৪ জুলাই, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
গ্যারেজের নাইটগার্ডকে হত্যা করে ইজিবাইক চুরি
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে নাইটগার্ড দুদু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের একটি গ্যারেজে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। গত কয়েকদিন আগেও ওই গ্যারেজে চুরির ঘটনা ঘটেছিল।

নিহত দুদু মিয়া (৬০) নুরে আলম জিল্লু নামে এক ব্যক্তির গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান।

তিনি বলেন, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রাম এলাকার চিহ্নিত একটি চোর চক্র শনিবার দিবাগত রাতে একটি গ্যারেজে পূর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য যায়। এসময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে ৫ টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

শেয়ার