Top

ফেনীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

১৪ জুলাই, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ
ফেনীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
ফেনী প্রতিনিধি :

ফেনীতে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রবিউল আলম সামীর (২০) ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোচনা গ্রামের মো. সেলিমের ছেলে। সে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ শেষ করে জেলার মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন সামির। বাসটি মহাসড়কের ফতেহপুর পর্যন্ত যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়।

তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারাত্মক আহত সামীর সহ ৩জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসকে

শেয়ার