Top
সর্বশেষ

শাহরাস্তিতে শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে

১৫ জুলাই, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ
শাহরাস্তিতে শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকার ‘চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ’ এর অধ্যক্ষ তামজীদ হোসেন এর বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনস্থা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন অধ্যক্ষ এবং তার সহযোগীদের অনিয়ম, হয়রানি, দুর্নীতি ও প্রতারণায় অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিন কলেজ এলাকায় শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এই কলেজটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে। বর্তমানে কলেজের নিয়মিত শিক্ষক ৩৭জন। প্রতিষ্ঠাকালে গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেন স্থানীয় বেশ কয়েকজন শিক্ষক। এদের মধ্যে অনেকের শ্রম ও কষ্টের বিষয় জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানে। কিন্তু তারা অধ্যক্ষ ও তার সহযোগিদের কাছে অনেকটা জিম্মি।

অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গত ২৭ জুন লিখিত অভিযোগ করেন কলেজের প্রভাষক ডা. আবদুল বাসেত, নাজভীন সুলতানা, ফাতেমা বেগম, বিলকিস আক্তার, জান্নাতুল ফেরদাউস, আবুল বাশার, তাজুল ইসলাম ও নুরুল আলম। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি।

শিক্ষকরা অভিযোগে উল্লেখ করেন, একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে অধ্যক্ষ মো. তামজীদ হোসেন ও প্রভাষক এমএইচ মোহন দীর্ঘদিন কলেজের নারী শিক্ষার্থীদের কু-প্রস্তাব ও যৌন হেনস্থা করে আসছেন। লোক লজ্জায় শিক্ষার্থীরা প্রতিবাদ করতে পারেনি। অনেক শিক্ষার্থী কলেজে আসা বন্ধ করে দিয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেনি। সর্বশেষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সাবিনা (ছদ্মনাম) যৌন হেনস্থার শিকার হন। বিষয়টি তিনি অধ্যক্ষের বাবা-মাকে জানান। তাদের কোনো জবাব না পেয়ে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক আবদুল বাসেত ও ফাতেমা আক্তারের কাছে ঘটনা খুলে বলেন। দুই শিক্ষক ওই যৌন হেনস্থার বিস্তারিত প্রমাণ সংরক্ষণ করেন।

এছাড়া কলেজ প্রতিষ্ঠার পর থেকে হিসাবরক্ষক নামে থাকলেও বাস্তবে নেই। কে এই ব্যক্তি কেউ জানেন না। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত শিক্ষার্থীদের সব ধরণের ফি আদায়ের হিসাব প্রতিষ্ঠাতা আশরাফ আলী ও অধ্যক্ষ মো. তামজীদ হোসেনের কাছে। তারা পিতা-পুত্র দুজনেই পরিচালনা পর্ষদ ঠিক করেন এবং কলেজের সকল কার্যক্রম নিয়ন্ত্রণে রাখেন। তাদের অনুসারি কয়েকজন শিক্ষক ছাড়া অন্য কোনো কেউ জানতে চাইলে নানা হয়রানির শিকার হন।

অভিযোগকারী শিক্ষকরা বলেন, ২০২২-২০২৩ অর্থবছর ছাড়া বাকি সব বছরের আয়-ব্যয়ের হিসাব অধ্যক্ষ নিজের মতো করে সকল অডিট পাস করিয়ে নেন। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত শিক্ষকদের কোনো হাজিরা খাতা তৈরি হয়নি। জানতে চাইলে অধ্যক্ষ ডিজিটাল হাজিরার কথা বলে এড়িয়ে যান। নোটিশ বোর্ডে ছুটির ঘোষণা দেওয়া হয় না। দিলেও নিজেদের মতো করে দেন।

তারা আরও বলেন, কলেজের প্রকৃত ঋণ আছে ১৬ লাখ টাকা। এই বিষয়টি শিক্ষক-কর্মচারীরা সকলেই জানেন। কিন্তু তারা পিতা-পুত্র বলে বেড়াচ্ছেন ঋণ হচ্ছে ৫২ লাখ টাকা। বাকি টাকা কীভাবে ঋণ হলো এবং কোথায় খরচ হয়েছে- এমন ব্যাংক হিসাবও কেউ জানেন না।

যৌন হেনস্থার বিষয়ে শিক্ষক এমএইচ মোহন বলেন, আমি এই ধরণের কাজে জড়িত না। অধ্যক্ষের কাছে থাকি এবং উনার কাজগুলো করে দেওয়ার কারণে এখন প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

অভিযোগ সম্পর্কে কলেজের প্রতিষ্ঠাতা আশরাফ আলী বলেন, কলেজের জন্য ৩০ শতাংশ ভূমি ক্রয় করা হয়েছে। এতে শিক্ষদেরও টাকা আছে। আমি যে ১২ শতাংশ ভূমি দান করেছি ওই টাকা আমার। বাকি ১৮ শতাংশ ক্রয় করা হয়েছে সেখানে শিক্ষকদের টাকা আছে। উনাদের টাকায় জমি ক্রয় করে আমি প্রতিষ্ঠানকে দান করিনি। যদি অভিযোগ করে থাকে তাহলে তা মিথ্যা। সবাই একসঙ্গে টাকা দেয়নি। প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজের প্রয়োজনে এবং সকলের সম্মতিতে টাকা খরচ করা হয়েছে।

অধ্যক্ষ মো. তামজীদ হোসেন বলেন, বোর্ডের নিয়মের বাহিরে আমি কোনো কাজ করি না। শিক্ষক হাজিরা, আয়-ব্যয়ের হিসাব, ছুটির নোটিশসহ যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কোনো টাকা আত্মসাৎ হয়নি। আয়-ব্যয়ের হিসাব বাইরের লোক দিয়ে করানো হয়েছে। যৌন হেনস্তা সম্পর্কে যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে সে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার বক্তব্য দিয়েছে। মূলত অভিযোগকারী শিক্ষকরা কলেজের অভ্যন্তরীণ আয় থেকে বেতন চায়। আমি কীভাবে দেব। সভাপতির অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। এরপর কলেজ ভবন করার জন্য বোর্ডের চাপ আছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত বলেন, কলেজের শিক্ষকদের অভিযোগ আমি পেয়েছি। অভিযোগের বিষয়গুলো তদন্ত করার জন্য দেওয়া হয়েছে। ওই তদন্ত প্রতিবেদন এলে এই বিষয়ে বলা যাবে এবং ব্যবস্থা নেওয়া যাবে।

এম জি

শেয়ার