Top
সর্বশেষ

ডিবি পরিচয়ে অটো ছিনতাই, মূল আসামি গ্রেপ্তার

১৫ জুলাই, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
ডিবি পরিচয়ে অটো ছিনতাই, মূল আসামি গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডিবি পরিচয়ে অটো ছিনতাই মামলার মূল আসামি মো. আজাদ মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। রোববার (১৪ জুলাই) রাত সারে দশটায় ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজাদ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার কারার পাড়া গ্রামের মো. আফরোজ আলীর ছেলে। সোমবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।

এতে জানা যায়, মামলার বাদী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম (৫২) পেশায় অটো চালক। গত ৫ই জুন তার অসুস্থতার জন্য ছেলে মো. শাহীন মিয়া (১৬) অটোরিকশাটি চালাচ্ছিলো। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ীর চিতাখোলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করে। যাওয়ার পথে নালিতাবাড়ীর যোগানিয়া পূর্বপাড়া মোড়ে দুইজন লোক অটোরিকশাটি থামায়। তাদের সাথে ছিল সাদা রঙের একটি প্রাইভেট কার।

তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার যাত্রীর দেহ তল্লাশি করে। পরে তার কাছে মাদক পাওয়ার কথা বলে সেই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে সেই প্রাইভেট কারে উঠিয়ে নেয় এবং বলে যে, ডিবির লোক এসে অটোরিক্সা থানায় নিয়ে যাবে। পরে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার পার হয়ে একটি ফাঁকা জায়গায় এসে শাহীনের মোবাইল ফোনটি নিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে যায়।

এদিকে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিক্সা সহ মো. সেলিম মিয়া (৪২) কে আটক করে নালিতাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অটোরিকশাসহ উক্ত চোরকে গ্রেপ্তার করে। আসামি সেলিম পুলিশের কাছে ১৬১ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী সহযোগী মো. আজাদ মিয়ার পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে নুর ইসলাম নালিতাবাড়ী থানায় মামলা করেন।

ঘটনার পর থেকেই আসামি আজাদ মিয়া আত্মগোপনে ছিল। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির যৌথ অভিযানে ১৪ জুলাই রাতে ঢাকা জেলার উত্তরখান থেকে তাকে গ্রেপ্তার করে।

এএন

শেয়ার