Top

মির্জাপুরে মহাসড়ক অবরোধ করে শ্লোগান আন্দোলনকারীদের

১৭ জুলাই, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
মির্জাপুরে মহাসড়ক অবরোধ করে শ্লোগান আন্দোলনকারীদের
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কারে দাবিতে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রী কলেজ ও স্থানীয় গোড়াই কটন মিল স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ছিলো বলে আন্দোলনকারীদের একজন জানিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া অংশের মহাসড়কে অবস্থান ও অবরোধের চেষ্টা করে একদল শিক্ষার্থী। সেসময় মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

শিক্ষার্থীরা মহাসড়কের ওই অংশে জমায়েত হয়ে কোটা সংস্কারের দাবিতে শ্লোগান ও আন্দোলনকারী নিহতের ঘটনায় সরকারের সমালোচনা করে শ্লোগান দেয়। একপর্যায়ে তারা মহাসড়কে বসে পরার চেষ্টা করলে পুলিশের প্রতিরোধে তারা মহাসড়ক অবরোধ করতে ব্যর্থ হয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়কের সার্ভিস লেনে মিছিল করে। সেসময় মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, স্থানীয় ও বাইরের কিছু ছেলে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলো। আমরা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি।

এসকে

শেয়ার