Top
সর্বশেষ

১৬ বছর পর জার্মান দলের দায়িত্ব ছাড়ছেন জোয়াকিম

০৯ মার্চ, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
১৬ বছর পর জার্মান দলের দায়িত্ব ছাড়ছেন জোয়াকিম

১৬ বছর জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জোয়াকিম লো। দলকে এনে দিয়েছেন বিশ্বকাপ। তবে এবার ছিন্ন হচ্ছে জার্মানি ও লোর দীর্ঘদিনের এ সম্পর্ক।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই হাই প্রোফাইল কোচ। তবে এখনই নয়। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন ২০০৬ সাল থেকে দলটির দায়িত্বে থাকা জোয়াকিম লো। ৬১ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। লুভের কোচিংয়ে জার্মানি ২০১৪ বিশ্বকাপ জিতলেও গত কয়েক বছরে দলটির পারফরম্যান্স ভালো নয়। গত বিশ্বকাপ তারা গ্রুপ পর্ব থেকেই বাজেভাবে বিদায় নিয়েছিল। লো অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শেয়ার