চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ও আলীগঞ্জ এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশের কনস্টেবলসহ ১৫ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে লাঠিসোটা নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ওইসময় পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধমাতে পুলিশের সাথে যোগ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। দু’দিকের ইটপাটকেলে পুলিশসহ ১৫ জন আহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আন্দোলনকারীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দেসহ পুলিশের ৪/৫ জন সদস্য আহত হয়েছে। সবাই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ১০/১২ জনকে আটক করা হয়েছে।
এসকে