কারফিউর ষষ্ঠ দিনে আজ বুধবার সকাল থেকে পাবনার জনজীবনে স্বস্তি নেমে এসেছে। পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ শিথিল করার কারণে এদিন সকাল থেকে শহরের প্রত্যেকটি সড়ক এবং জনপদে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন বাসায় অবস্থানের ফলে সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে আসেন।
বাজার ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ভবন গুলোতে মানুষের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতন।
এদিন দুপুরে বৃষ্টি উপেক্ষা করে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি চোখে পড়ে। পাবনার বিভিন্ন ব্যাংকগুলোতে প্রচুর সংখ্যক গ্রাহক উপস্থিত হয়ে লেনদেন সম্পন্ন করেন। ব্যাংক কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ব্যাংক বন্ধ থাকার কারণে এবং নেট বন্ধ থাকার ফলে বিকাশ বা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে না পারায় ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
পাবনার একটি বেসরকারি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আরিফ শাহনেওয়াজ জানান, সকাল থেকে তাদের ব্যাংকিং কার্যক্রম ছিল স্বাভাবিক। ইন্টারনেট সংযোগ সিমিত আকারে থাকায় লেনদেনের সার্ভার ধীর গতিতে কাজ করার ফলে সাময়িক অসুবিধায় পড়েন তারা।
এসকে