Top

শেরপুরে ৬ মামলায় গ্রেপ্তার-৭০

২৬ জুলাই, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
শেরপুরে ৬ মামলায় গ্রেপ্তার-৭০
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সদর থানায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৭ হাজার ৫ শ।পুলিশ গত চার দিনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ৭০ জনকে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শেরপুর শহরে গত ১৮ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনের নামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ওপর হামলা, পুলিশ বক্সে হামলা, আনসার অফিসে হামলা ও দোকানপাটে হামলা চালানো হয়।

এরপর গত ২০ জুলাই বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নন্দীরবাজার মোড়ে রাস্তা অবরোধ, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মারাত্মকভাবে আহত হয়ে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই ঘটনায় আরও ১০ পুলিশ সদস্য আহত হন।

এসব ঘটনায় শেরপুর সদর থানায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ অন্তত ৭ হাজার ৫শ লোকের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গত চার দিনে অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে।

এসকে

শেয়ার