কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে সংঘর্ষে ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগকর্মীদের ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায় দৃর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সহিংসতায় দায়ের করা অন্যান্য মামলায় গেল ২৪ ঘণ্টায় আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নগর পুলিশ ৪০ জন এবং জেলা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে।
রবিবার (২৮ জুলাই) দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এসব তথ্য জানান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, নগরে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ২০ মামলায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনসহ মোট ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পাঁচলাইশ থানায় ছাত্রলীগকর্মীদের ছাদ থেকে ফেলে দিয়ে গুরুতর আঘাতের মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে একটি মামলা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামি ৫০ জন। একইসাথে ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘চট্টগ্রাম জেলায় কোটা সংস্কার আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় প্রায় ৪ হাজার জনকে আসামি করে ১১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ১১ মামলায় গ্রেপ্তার হয়েছে ৩৮১ জন।’
এদিকে ১৬ জুলাই মুরাদপুরের করিম আইকনিক টাওয়ার থেকে ছাত্রলীগকর্মীদের ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে ফেলা দেওয়ার ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মোট পাঁচটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিএমপি পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন বলেন, ‘মুরাদপুরের একটি ভবনের ছাদ থেকে পাঁচজন ছাত্রলীগকর্মীকে আহতবস্থায় ফেলে হত্যাচেষ্টার পাঁচ মামলায় এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নগরীর মুরাদপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের দফায় দফায় সংঘর্ষে ৩ জন নিহত হন। পরে ১৮ জুলাই চান্দগাঁও থানার বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে আরও ২ জন নিহত হন। ২৩ জুলাই গুলিবিদ্ধ হয়ে হৃদয় চন্দ্র তরুয়া নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সব মিলিয়ে চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে ৬জন মারা গেছেন। এছাড়া ২৬ জুলাই ভোরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মজিদ (২০) নামে একজন পরিবহন শ্রমিকের মৃত্যু হয়। তিনি চাঁদপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হন।
এসকে