চট্টগ্রাম নগরীর জামালখান-চেরাগি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতহাতি-তর্কাতর্কি হয়েছে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দেয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর আগে, বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে জেএমসেন হল হয়ে কুসুমকুমারী স্কুলের সামনে হয়ে চলে যান আন্দোলনকারীরা।
সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় জামালখান প্রেসক্লাব ও চেরাগি মোড় এলাকা থেকে এসব শিক্ষার্থীকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন, বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুলহাজ হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী মো. নজরুল।
এর আগে, সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে’ বলে দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে ওই সমাবেশের ঘোষণা দেন তারা।
সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত ফোর্স।
সোমবার (২৯ জুলাই) বিকাল ৩টায় নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে বলে জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বায়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় এবং আন্দোলনকারীদের গুম, খুন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’
‘আমরা দল, মত, নির্বিশেষে চট্টগ্রামের সর্বস্তরের আপামর জনতাকে আজকের কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান করেছি’ -বলেন রাফি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, ‘জামালখান এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা আছে কিনা- এমন প্রশ্নের না সূচক জবাব দিয়ে ওসি দুপুরে বলেছিলেন, ‘পুলিশ অবশ্যই সতর্ক অবস্থানে আছে।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, এমনিতে সভা-সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া, কারফিউ চলাকালে শিথিল থাকলেও কোনো সভা-সমাবেশ করা যায় না। কেউ যদি আইন ভঙ্গ করে কর্মসূচি পালন করে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবে।
এসকে