সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন নিপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহার, আইন শৃঙ্খলা বাহিনী তুলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সারাদেশে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের ‘নোয়াখালী জিলা স্কুল’ এর সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও কয়েকজন শিক্ষক এবং অভিভাবক বক্তব্য রাখেন।
বক্তারা সারাদেশে কোটাবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিহতদের স্মরণ করেন। পরে এসব হত্যায় যাদের জড়িত তাদের চিহিৃত করে সুষ্ঠু বিচারের দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সড়কে অবস্থানের কারণে দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
একই সাথে ঢাকায় কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নোয়াখালী পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভীর হত্যার বিচার দাবি করেছেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথম থেকেই বিভিন্ন খাতে নিতে একটি মহল চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি রাখা হয়। সাদা পোষাকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা অবস্থান করে।
এসকে