Top

কসবায় ভাঙ্গা বৈদ্যুতিক খুঁটি চার মাসেও সরায়নি পল্লী বিদ্যুৎ

২৯ জুলাই, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
কসবায় ভাঙ্গা বৈদ্যুতিক খুঁটি চার মাসেও সরায়নি পল্লী বিদ্যুৎ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির গুড়ার অংশে ভেঙ্গে গেছে। গত ৪ মাস ধরে পাটের রশি দিয়ে ঝুঁকিপূর্ণ খুঁটিটি টেনে রাখা হয়েছে।

সোমবার (২৯জুলাই) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গা খুঁটি পরিবর্তনে কোন উদ্যোগ নিচ্ছে না স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহারিয়ার মুক্তার স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে গত তিন মাস আগে প্রতিবেদককে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা-আখাউড়া সড়কের কসবা উপজেলা পরিষদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ষ্ট্যান্ড এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। এই সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। প্রায় চারমাস আগে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর সংস্কারের সময় গাছ কাটা হয়। এ সময় একটি গাছ সিমেন্টের তৈরী পাকা খুঁটিতে পড়ে নিচের অংশ ভেঙে হেলে যায়। পরে স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন এসে খুঁটিটি পরিবর্তন না করে রশি দিয়ে টানা দিয়ে দাঁড় করিয়ে যান। এদিকে ঝুঁকিপূর্ণ একটি বৈদ্যুতিক খুঁটি এভাবে রশি দিয়ে দাঁড় করিয়ে রাখায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করে ভারি খুঁটির ওজন ধরে রাখতে না পেরে রশি ছিড়ে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় পল্লী বিদ্যুতের খামখেয়ালীর কারনে প্রাণহানীসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিতে পারে। এ নিয়ে তাদের মনে বিরাজ করছে আতংক। তারা দ্রুত এ খুঁটিটি সরিয়ে নতুন খুঁটি দেওয়ার দাবী জানিয়েছেন।

গত ৩-৪ মাস ধরে রশি দিয়ে ভেঙ্গে যাওয়া বৈদ্যুতিক খুঁটি টেনে রাখা হয়েছে এবং এটি সরানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে ব্রা‏হ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যাবস্থাপক (ডিজিএম) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আচ্ছা ঠিক আছে,আমরা ব্যবস্থা নিচ্ছি।

এবিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহারিযার মুক্তার বলেন, পল্লী বিদ্যুৎকে জানানো হয়েছে। ওনারা ব্যবস্থা নিচ্ছে। ওনারা লাইনটা সরিয়ে ফেলবে, নতুন সঞ্চালন লাইন দিবে। নতুন করে খুঁটি দিবে ওইখানে।

এসকে

শেয়ার