Top

জয়পুরহাটের আক্কেলপুরে পার্টনার স্কুল ও কৃষক সেবা দিবস অনুষ্ঠিত

৩০ জুলাই, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
জয়পুরহাটের আক্কেলপুরে পার্টনার স্কুল ও কৃষক সেবা দিবস অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুরে পার্টনার স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে ১০দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে আক্কেলপুরের গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভীন, অতিরিক্ত উপপরিচালক মজিবর রহমান, সহিদুল ইসলাম, পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের মনিটরিং অফিসার মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের ২৫ জন কৃষক ও নারী কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কৃষকদের ধান চাষের নানা কৌশল ও পরামর্শ দেয়া হয়।

এম পি

শেয়ার