Top
সর্বশেষ

জয়ে ফেরার লক্ষ্যে রাতে মাঠে নামছে লিভারপুল

১০ মার্চ, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
জয়ে ফেরার লক্ষ্যে রাতে মাঠে নামছে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে লাইপজিগের বিপক্ষে লড়বে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বুধবার (১০ মার্চ) রাত ২টায়।

সময়টা একেবারেই ভালো যাচ্ছেন লিভারপুলের। নিজেদের মাঠে শেষ ছয় ম্যাচে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে অলরেড। চেনাই যাচ্ছে না ক্লপের দলকে। নিজেদের ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে শীর্ষ ষোলোর প্রথম পর্বে ২-০ গোলে জিতেছে ক্লপের দল। ফিরতি পর্বেও সে ধারা ধরে রাখার লক্ষ্য তাদের।

করোনার কঠিন কোয়ারেন্টিন নিয়মের কারণে অ্যানফিল্ড ছেড়ে ম্যাচের ভেন্যু করা হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই লিভারপুলের। ইপিএলের দুঃসহ স্মৃতি ভুলে জয়ে ফেরার দিকেই চোখ তাদের।

ইনজুরির কারণে লাইপজিগের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না জো গোমেজ, ভারজিল ভ্যান ডিক, জর্ডান হেন্ডারসন ও জোয়েল ম্যাতিপ।

শেয়ার