ফেনী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবু তাহেরের নামাজে জানাজা বুধবার (৩১ জুলাই) শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় জেলা ও দায়রা জজ এএসএম রহুল আমিন।
জানাজা পূর্ব মরহুমের কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাবেক সভাপতি এড. ইব্রাহিম, এড. মেজবাহ উদ্দিন।
জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. এমদাদ হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টিার, জেলা আইনজীবী সমিতির এড. নুরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক এড নুরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এম শাহজাহান সাজু,মরহুমের বায়রা শাহলাম বকুল,ছেলে তাহসিব বিন তাহের প্রমূখ।
এরপর শহরের বিরিঞ্চি এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগেনদীর্ঘদিন দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । (ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, দল-মত নির্বিশেষে এড. আবু তাহেরের গ্রহণযোগ্যতা ছিল।জীবদ্দশায় তিনি ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রেখে গেছেন। ফেনীর রাজনীতি ও আইনাঙ্গনে
তাঁর বলিষ্ঠ নেতৃত্ব গেঁথে থাকবে।তাঁর মৃত্যুে জেলার সর্বস্তরের মানুষ আপনজনকে হারিয়েছেন।
এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে তাঁরা উল্লেখ করেন বৃহস্পতিবার (১ আগস্ট) জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন সমূহে এবং পৌরসভার ওয়ার্ড সমূহে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করবেন।শুক্রবার (২ আগস্ট) জেলার সকল উপজেলা ও পৌরসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করবেন।শনিবার (৩ আগস্ট) জেলা বিএনপির উদ্যোগে মরহুম এড. আবু তাহেরের স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এসকে