গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে সরকার পতনের কোনো শঙ্কা নেই। মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী ও রিজভী সাহেব দিনে তিন বার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে,আদতে তাদের সেই ক্ষমতা নেই।’
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘উচ্চ আদালতের রায়ের পরে কোটা আন্দোলনের আর কোন যৌক্তিকতা ছিল না। সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিল। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে। চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রয়োজনে জাতিসংঘের অধীনেও তদন্ত হতে পারে।আন্দোলনকারীরা বিদেশি ভাষায় বিভিন্ন নামে কর্মসূচী দিচ্ছে যা আমাদের বাংলা ভাষাকে ছোট করা হয়েছে।দেশে ও নিজ এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সঠিক তথ্য তুলে ধরার লক্ষ্যে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দলীয় সিনিয়র নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে