Top

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শরীফ গ্রেপ্তার

০২ আগস্ট, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শরীফ গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে আদনান শরীফ নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চলমান আন্দোলনের একজন সমন্বয়ক বলে পরে জানতে পেরেছেন বলে জানান ওসি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ ন ম আব্দুল মাবুদ বলেন, ‘আমার প্রথম বর্ষের চারজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে আসিফ একজন। সে অত্যন্ত মেধাবী ছাত্র। একজন হাফেজে কোরআনও। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো। সে গত ১৫ জুলাই অসুস্থ ছিল। তার পায়ে ব্যাথা। ডাক্তার বলেছে, পায়ে ভর দিয়ে না হাঁটতে। অথচ তাকে ১৬ জুলাইয়ের গণ্ডগোলের মামলায় চালান দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘটিত সহিংসতায় আসিফ শরীফের উপস্থিতি ছিল। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ দেখে পুলিশ শতভাগ নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করেছে। তার পরিবার ভিন্ন কিছু দাবি করতেই পারে। আমরা এর আগে ওই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকেও ভিডিও ফুটেজটি দেখানো হয়েছে। তারাও আসিফকে শনাক্ত করেছে।

এসকে

শেয়ার